মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : প্রস্তুতি সম্পুর্ন ১৮ জানুয়ারি রবিবার অনুষ্ঠিতব্য হিন্দু সম্মেলন ও বৈদিক শান্তি যজ্ঞকে সামনে রেখে পাথারকান্দিতে অসম ত্রিপুরা জাতীয় সড়ক সংলগ্ন পাথারকান্দি মুণ্ডমালার বিশাল খেলার মাঠে এই বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মেলনকে সর্বাঙ্গীনভাবে সফল করে তুলতে দিনরাত এক করে কাজ চালিয়ে চালিয়ে আসছিল আয়োজক হিন্দু সম্মেলন উদযাপন কমিটি, পাথারকান্দি মণ্ডল। ইতিমধ্যেই মুণ্ডমালার বিস্তীর্ণ খেলার মাঠে বৈদিক শান্তি যজ্ঞের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা নির্ধারণ করা হয়েছে। যজ্ঞ কুণ্ড ও বেদী নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পাশাপাশি পবিত্র বেদপাঠ, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় আলোচনার জন্য সুবিশাল প্যান্ডেল ও সুসজ্জিত মঞ্চ নির্মাণ করা হচ্ছে। গোটা এলাকাজুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।বৃহত্তর হিন্দু সমাজকে একসূত্রে বাঁধা এবং সনাতন ধর্মীয় চেতনার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজকরা এলাকার বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে গিয়ে ব্যাপক প্রচার অভিযান চালাচ্ছেন। আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে ধর্মীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা পৌঁছবে।এ বিষয়ে হিন্দু সম্মেলন উদযাপন সমিতির পক্ষে পঙ্কজ শ্যাম জানান, নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ৯টায় ধ্বজ উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হবে। সকাল ৯টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে গোমাতা পূজন। এরপর সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে মঙ্গলঘট আনয়ন করা হবে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে বিশ্বশান্তি যজ্ঞ, গীতাপাঠ ও কীর্তন।এরপর দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বৌদ্ধিক ধর্মসভা, যেখানে ধর্মীয় চিন্তাবিদ ও বিশিষ্ট বক্তারা সনাতন ধর্ম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করবেন।
সবশেষে বিকেল আড়াইটা থেকে উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।পঙ্কজ শ্যাম আরও জানান, আগামী প্রজন্মকে সনাতন জীবনের সঠিক পথ প্রদর্শনের উদ্দেশ্যেই এই হিন্দু সম্মেলন ও বৈদিক শান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছে। জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধের এক অনন্য সমন্বয় ঘটবে বলে আয়োজকরা দৃঢ় আশাবাদী। প্রস্তুতি পর্বে উদযাপন কমিটির সভাপতি করুণাময় দেব, সম্পাদক মণিকান্ত সিনহা, প্রদীপ দেব, আশুতোষ দাসসহ অন্যান্য সদস্যরা মাঠে উপস্থিত থেকে কাজকর্ম তদারকি করছেন।



