সমীরের হ্যাটট্রিক, মাতৃভূমি কাপে দর্মিখালের বিশাল জয়
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : এবার প্রথম রাউন্ডে ‘সি’ গ্রুপ থেকে রীতিমতো দাপট দেখিয়ে প্রথম দল হিসাবে মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবলের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল দর্মিখাল এফসি। শনিবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ গুরুদয়ালপুর এফসি দলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তারা।
এদিন খেলার প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে থাকে দর্মিখাল এফসি। খেলার ৬ মিনিটের মাথায় রোহন বর্মণ এবং হ্যাটট্রিক গোল সমীর বর্মন। তিনি ১১, ২১ ও ২৩ মিনিটে লাগাতার তিনটি গোল করেন। প্রথমার্ধের ২৯ মিনিটে ডি বক্সের সামনে পেনাল্টি পেয়ে মনজিৎ সিংহ গুরুদয়ালপুরের জন্য একমাত্র গোল করেন। ৪-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে তৎপর ছিল দর্মিখাল এফসি অন্যদিকে সমতায় ফিরতে ঝাঁপিয়ে পড়ে গুরুদয়ালপুর। দ্বিতীয়ার্ধের ৬ ও ১৫ মিনিটে চাও সিংহ দর্মিখাল এফসি-র হয়ে জোড়া গোল করেন। দর্মিখালের হয়ে দ্বিতীয়ার্ধের খেলার ১৬ মিনিটে সপ্তম গোল করেন বিট্টু বর্মণ। শেষ পর্যন্ত ৭-১ গোলের বৃহৎ ব্যবধানে জয়লাভ করে।
এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন দর্মিখাল এফসি দলের খেলোয়াড় চাও সিংহ। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি খুলিছড়া রাজনগর গ্রাম পঞ্চায়েত সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়া ও কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক বিবেকানন্দ দাস। এদিনের খেলা পরিচালনা করেন প্রবীন বর্মণ, হীরামণি চৌধুরী, ইজাজ আহমেদ ও এলমিন খাসিয়া।
রবিবার গ্রুপ ‘সি’-র দ্বিতীয় খেলায় আর্জানপুর এসপিএম (বি) ও ওয়াইএমসিএ এফসি পরষ্পরের মোকাবিলা করবে।