সাইরাং-গুয়াহাটি ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে না, উল্লাস হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : সাইরাং গুয়াহাটি যাত্রীবাহী ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে না এমন খবরে সোমবার সন্ধ্যায় আনন্দ উল্লাসে মেতে উঠেন হাইলাকান্দি শহরবাসী।

দু’টি ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকায় রেল কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন সুশীল পাল, ভগবান দাস সারদা, রঞ্জিত ঘোষ, কল্লোল চৌধুরী, সুরজিৎ দেব, সামসুল হক বড়ভূইয়া, মানিক চক্রবর্তী, শান্তনু দেব প্রমুখ। তাঁরা বলেন, রেল কর্তৃপক্ষ তাদের হঠকারি সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে। হঠাৎ করে দু’টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করায় জেলাজুড়ে বিভিন্ন দল, সংগঠন আন্দোলনে নেমেছিল। আর এই আন্দোলনের ফসল সময়সূচি অপরিবর্তন। তাঁদের কথায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ নয়া সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছে জনগণের আন্দোলনের কাছে নতিস্বীকার করে। সুভাষ চৌরঙ্গিতে আতশবাজি পুড়িয়ে ও বক্তব্য শেষে মিছিল করে হাইলাকান্দি রেল স্টেশনে গিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন এসব সংগঠনের অর্ধশতাধিক কর্মকর্তারা।

উল্লেখ্য,  ১৫৬০৯ গুয়াহাটি সাইরাং এবং ১৫৬১০ সাইরং গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে না। গুয়াহাটিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এক বিজ্ঞপ্তি জারি করে এব্যাপারে জনগণকে অবগত করে। বর্তমান সময়সূচি অনুযায়ী  অর্থাৎ প্রতিদিন সাইরাং থেকে গুয়াহাটির উদ্যেশ্যে এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে রাত ৭ টায়। গুয়াহাটি গিয়ে পৌঁছবে পরদিন সকাল সাড়ে আটটায়।

অপরদিকে, গুয়াহাটি থেকে সাইরাংয়ের উদ্দেশ্যে ছাড়বে প্রতিদিন রাত ৭ টায় ও সাইরং গিয়ে পৌঁছবে সকাল সাড়ে আটটায়। সোমবার সন্ধ্যারাতে এনএফ রেলের এমন সংবাদ হাইলাকান্দিতে পৌঁছার পর উল্লাসে ফেটে পড়েন এখানকার বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের নাগরিক। রেল যাত্রী অধিকার সুরক্ষা সমিতি (রিয়াস), জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম সমিতি, হিন্দু জাগরণ মঞ্চ, বরাকবঙ্গ, রাইজর দল প্রভৃতি সংগঠনের পক্ষ থেকে রাত সাড়ে আটটা নাগাদ শহরের নেতাজি সুভাষ চৌরঙ্গিতে হর্ষ উল্লাসের মেতে উঠেন। পরে সেখানে আতশবাজি পুড়িয়ে আনন্দে সামিল হন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *