বিবেক আচার্য ও স্মাইল এনজিও কে সাহাজাহান তালুকদার সম্মাননা প্রদান
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘হিউম্যান সায়েন্স ফোরাম’র অন্যতম সদস্য বিবেক আচার্য ও রক্তদান আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ সংগঠন ‘স্মাইল’ এর শিলচর শাখাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবসে সাহাজাহান তালুকদার সম্মাননা প্রদান করে পিপলস্ সায়েন্স সোসাইটি। এ উপলক্ষ্যে গোপালগঞ্জের হিউম্যানিটি ফাউন্ডেশন এর কার্যালয়ে নেতাজি চর্চা সমিতি, কাছাড় আয়োজিত আলোচনা সভার প্রারম্ভে বিবেক আচার্য ও স্মাইল এনজিও’র সম্পাদক আশীষ চক্রবর্তী ও কোর্ডিনেটার পুলক চক্রবর্তীর হাতে মানপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন পিপলস্ সায়েন্স সোসাইটির সভাপতি প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্র নাথ, প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, প্রাক্তন বিডিও সিহাব উদ্দিন আহমেদ এবং প্রাক্তন শিক্ষক চাম্পালাল দাস। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হিল্লোল ভট্টাচার্য, কোষাধ্যক্ষ রাহুল রায়, ইসলামুল হক লস্কর প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে ২০০৭ সালে বিজ্ঞান মনস্ক কয়েকজন ছাত্র এগিয়ে এসে পিপলস্ সায়েন্স সোসাইটি গড়ে তুলেছিল তার অন্যতম সদস্য ছিল সাহাজাহান তালুকদার। সে কাটিগড়া অঞ্চল সহ জেলার বিভিন্ন প্রান্তে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। সে নিজস্ব উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ মনীষীদের জীবন চর্চার ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ গ্রহণ করে গেছে। ২০২২ সালের ২৩ জানুয়ারি মধুমেহ রোগে আক্রান্ত হয়ে তার অকাল মৃত্যু ঘটে। ফলে গত বছর থেকে সাহাজাহান তালুকদারের নামে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একজন ব্যক্তি ও সংস্থাকে সম্মাননা প্রদান করা হচ্ছে।