কংগ্রেস ফ্যাক্টর নয়, প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির সঙ্গে, বললেন সাহাবুল
বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : করিমগঞ্জ- হাইলাকান্দি জেলাকে শিল্পনগরী তৎসঙ্গে বাংলাদেশের সঙ্গে করিমগঞ্জের বাণিজ্যিক সম্পর্ক গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন এআইইউডিএফ দলের করিমগঞ্জ লোকসভা আসনের মনোনীত প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনাই জানালেন তিনি। তিনি বলেন, বিজেপি সরকারের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রায় ৪৫ টি পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে জমি সহ বসতঘরের ব্যবস্থা করে দিয়েছেন। আগামীতে এরকম জনসেবার সুযোগ জনতা জনার্দন দিলে তিনি সর্বদা জনতার পাশে থাকবেন। এছাড়াও পারুল বলেন, বরাক উপত্যকার আর্থ সামাজিক উন্নয়নে কাছাড় কাগজ কল, চিনি কল পুনরায় চালু করা ও নতুন কোনও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দিবেন। সবমিলিয়ে বরাক উপত্যকার বেকার সমস্যা এবং অর্থনৈতিক উন্নয়নই মুল লক্ষ্য করে বৈতরণী পার হওয়ার স্বপ্ন আঁকছে করিমগঞ্জ লোকসভা আসনের ইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য, করিমগঞ্জ ১নং লোকসভা আসন স্বাধীনতার পর এবার সংরক্ষণ মুক্ত হয়েছে। আর এই সংরক্ষণ মুক্ত হওয়ার পর দৌড়ঝাঁপ শুরু হয়েছে সাধারণ জাতি জনগোষ্ঠীর। পিছিয়ে নেই সংখ্যালঘু প্রার্থীরাও। তবে দলীয় সুপ্রিমো বদরুদ্দিন আজমলের হাত মজবুত করতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন দলের চার বিধায়করা। তিনি বলেন মূল লড়াই হবে বিজেপি তাঁর। কোন ফ্যাক্টর নয় কংগ্রেস স্পষ্ট করলেন ইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী।