বিদ্যুৎ কর্মী আসাদের হয়ে সাফাই নাগরিকদের, সভা

বরাক তরঙ্গ, ২৭ মে : বিদ্যুৎ কর্মী তথা লাইন ম্যান আসাদ হুসেন বড়ভূইয়ার উপর উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে সরব হলেন একাংশ নাগরিক ও গ্রাহক। অভিযোগের পরিপ্রেক্ষিতে নাগরিকদের আহ্বানে শুক্রবার রাতে সোনাবাড়িঘাট বাজারে অনুষ্ঠিত হয় এক নাগরিক সভা। এতে একাংশ লোক জানান, এলাকার বিদ্যুৎ কর্মী অর্থাৎ লাইন ম্যানের উপর মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে অভিযোগ তোলা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ মেটাতে গিয়ে সোনাবাড়িঘাট জিপি সভাপতির স্বামী ভুয়ো অভিযোগ তুলেছেন। লাইন ম্যান আসাদ যেভাবে এলাকায় বিদ্যুতের জন্য খুবই ব্যস্ত থাকেন। দিন-রাত কিংবা ঝড় তোফানেও আসাদকে এলাকায় ডাকলে তিনি সাড়া দেন। তাই এরকম একজন কর্মঠ কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তারা কখনো বরদাস্ত করবেন না বলে সাফ জানিয়ে দেন।

আসাদের উপর উত্থাপিত মিথ্যা অভিযোগ গুলো বর্জন করে ৩ ও ৪ নম্বর ফিডারে বহাল রাখতে বিদ্যুৎ বিভাগের সোনাই সাব ডিভিশনের এসডিই-র কাছে অনুরোধ জানিয়েছেন নাগরিকরা। এতে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকপত্র বিভাগীয় উচ্চ কর্তা ও সোনাইর বিধায়কের কাছেও প্রেরণ করেছেন একাংশ নাগরিক বলে জানা গেছে।  নাগরিক সভা শেষে এদিন  সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন সৈদপুর জিপির গ্রুপ সদস্য রাকিব হোসেন, স্বপন মজুমদার, সোনাবাড়িঘাট জিপির উপ সভানেত্রীর প্রতিনিধি হামিদুল চৌধুরী, সাকির মজুমদার, খায়রুল লস্কর, রাকা মজুমদার, মুনিম আহমেদ প্রমুখ।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News