হাইলাকান্দিতে ভোটার সচেতনতায় গ্রামীণ জীবিকা মিশনের গুচ্ছ কার্যসূচী
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দিতেও রাষ্ট্রীয় গ্রামীণ জীবিকা মিশন (এসআরএলএম) এর পক্ষ থেকে ব্যাপক কার্যসূচী গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে মিশনের এক মউ চুক্তি সম্পাদিত হয়েছে। এমর্মে মিশনের পক্ষ থেকে হাইলাকান্দি জেলার পাঁচটি ব্লকে বিভিন্ন সচেতনতা মূলক কার্যসূচী গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এমর্মে গত শনিবার হাইলাকান্দি জেলা পরিষদের সভা কক্ষে এসআরএলএম এবং এএসভিইইপি সেলের এক যৌথ সভায় বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়।
এদিন জীবিকা মিশনের ডিপিএম সৌমিত্র দে জানান, রাজ্য কার্যালয় থেকে তাদের এক নির্দেশিকা পাঠানো হয়েছে। এর মধ্যে জীবিকা সখী দের নিয়ে প্রতিটি আত্ম সহায়ক গোষ্ঠীকে নিয়ে সচেতনতা মূলক কার্যসূচী গ্রহণ করা হবে। এছাড়া এসভিইইপি সেলের পক্ষ থেকে উপস্থিত প্রতিনিধি শংকর চৌধুরী, হৃদম ঘোষ প্রমুখ জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হচ্ছে এবং মিশনের সাথে এক যোগে কাজ করা হবে।
এদিন, ‘আমার ভোট আমার অধিকার’শীর্ষক এক সচেতনতা মূলক পোস্টার হাতে নিয়ে সবাই আসন্ন নির্বাচনে ভোটদান করার অঙ্গীকার করেন।
এদিকে, আগামী ১০ এপ্রিল জেলার বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর সাথে শপথ গ্রহণ অনুষ্ঠান সহ সচেতনতা মূলক কার্যসূচী অনুষ্ঠিত হবে।