সুজিত নন্দী পুরকায়স্থকে রূপমের সংবর্ধনা

সুজিত নন্দী পুরকায়স্থকে রূপমের সংবর্ধনা

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : রূপমের ৪৪তম নরেশচন্দ্র পাল সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল ২৩ মার্চ। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সম্মানিত অতিথি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুজিত নন্দী পুরকায়স্থ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

রবিবার তাঁর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন রূপমের কর্মকর্তারা। ডাঃ সুজিত নন্দী পুরকায়স্থের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপমের সভাপতি ড. বিভাস দেব, কার্যকরী সভাপতি রাজকুমার পাল, সম্পাদক নিখিল পাল, রূপমের আজীবন সদস্য রুপম নন্দী পুরকায়স্থ এবং সদস্য সুমিতা দেব ঘোষ ও নির্মল দাস।

সুজিত নন্দী পুরকায়স্থকে রূপমের সংবর্ধনা

Author

Spread the News