রূপম এর সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : শুরু হল রূপম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার ৪৩ তম নরেশচন্দ্র পাল সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। শনিবার শিলচর বঙ্গভবনে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি মঞ্চে’ প্রদীপ জ্বালিয়ে আটদিনের প্রতিযোগিতা ও প্রদর্শনী নাট্যানুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বাংলা বিভাগীয় প্রধান ঊষারঞ্জন ভট্টাচার্য।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শহিদ সুদেষ্ণা সিনহার প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ-তর্পণ করেন অতিথিরা। অনুষ্ঠানে ঊষারঞ্জন ভট্টাচার্য বক্তব্যে বলেন, সাংস্কৃতিক স্খলন সবচেয়ে বেশি হচ্ছে বাঙালিদের। নাটক সম্বন্ধে তিনি বলেন, কবিতা, উপন্যাস, গল্পতে যা হয় না, নাটক তা করে। এ ছাড়া বক্তব্য রাখেন বীণাপানি নাথ, আহসান কবীর, দয়ালকৃষ্ণ নাথ প্রমুখ।

এ দিন প্রথম পর্বে সভাপতি ড: বিভাস দেব, ঊষারঞ্জন ভট্টাচার্য, নাটক প্রতিযোগিতার তিন বিচারক সুশান্ত চট্টোপাধ্যায়, বিশ্বতোষ চৌধুরী ও দেবাশিস রায় চৌধুরী, গুয়াহাটি থেকে আমন্ত্রিত চলচ্চিত্র ব্যক্তিত্ব দয়ালকৃষ্ণ নাথ, রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপকুমার পাল, প্রবীণ ধামাইলশিল্পী বীণাপানি নাথ, রূপমের উপদেষ্টা প্রদীপ দত্ত রায়, বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী আহসান কবীর, প্রবীণ সাংবাদিক ও কবি-সাহিত্যিক, অতীন দাশকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করেন সাধারণ সম্পাদক নিখিল পাল, নির্বাহী সভাপতি রাজকুমার পাল, সহসভাপতি জয় বরদিয়া, নীহাররঞ্জন পাল প্রমুখ। এরপর স্বাগত বক্তব্য রাখেন নিখিল পাল। উদ্বোধককে প্রীতি উপহার তুলে দেন নাট্য সম্পাদক সুভাষ বর্মন।

Author

Spread the News