রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে মৃত্যু বনরক্ষীর ওরাঙ পার্কে

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে মৃত্যু ঘটল এক বনকর্মীর। মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় বুধবার বিকেল ৫টার দিকে ওরাং ন্যাশনাল পার্কে। আক্রমণে কর্তব্যরত এক বনরক্ষী নিহত হয়েছেন।

সূত্র জানায়, ধনমনি ডেকা নামের বনরক্ষী আরেক সশস্ত্র স্টাফ সদস্যসহ ওই এলাকায় পায়ে হেঁটে টহল দিচ্ছিলেন, এমন সময় হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার তার ওপর ঝাঁপিয়ে পড়ে ঘন জঙ্গলে টেনে নিয়ে যায়।

গতকাল গভীর রাতে হামলার ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে খেরোনি ক্যাম্পের কাছে নিহত ডেকার বিকৃত লাশ উদ্ধার করা হয়। তার মরদেহ উদ্ধারের পরপরই দিপিলার হাতিমারা এলাকায় ধনমনি ডেকা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছবি প্রতীকী।

রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে মৃত্যু বনরক্ষীর ওরাঙ পার্কে
রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে মৃত্যু বনরক্ষীর ওরাঙ পার্কে

Author

Spread the News