ভারতে বাড়ছে সড়ক দুর্ঘটনা

১ নভেম্বর : প্রতি বছরেই ভারতে বাড়ছে পথ দুর্ঘটনা। বিগত বছরের হিসাব অনুসারে প্রায় ১২ শতাংশ বেড়েছে এই দুর্ঘটনা। সরকারি একটি রিপোর্ট অনুসারে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। অতিরিক্ত গতির জন্যই এই ঘটনা বলেই মনে করা হচ্ছে। পরিবহণ দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে চিন্তা প্রকাশ করা হয়েছে। ২০২১ সালে ভারতে পথ দুর্ঘটনার সংখ্যা যেখানে ছিল ৪ লক্ষ ১২ হাজার ৪৩২ টি। সেখানে ২০২২ সালে এই সংখ্যা হয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৩১২ টি। বিগত বছরে ১ লক্ষ ৬৮ হাজার ৪৯১ জন মানুষ পথ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। পাশাপাসি ৪ লক্ষ ৪৩ হাজার ৩৬৬ জন মানুষ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন। এই সংখ্যাগুলি যথেষ্ট চিন্তার বলেই মনে করা হচ্ছে।

খারাপ ড্রাইভিং, মদ্যপান করে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন ভঙ্গ করার ফলেই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে সমীক্ষা। এদের সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হলেও তাতে কাজের কাজ কতটা হয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে। রিপোর্ট অনুসারে ২০২২ সালে প্রায় ৭১ শতাংশের বেশি মানুষ মারা গিয়েছেন সেই সমস্ত গাড়িচালকের হাতে যারা ভুল দিক দিয়ে গাড়ি চালিয়েছেন। ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন অতিরিক্ত জোরে গাড়ি চালানোর জন্য।

এছাড়াও ৫০ হাজারের বেশি মানুষের মাথায় হেলমেট ছিল না। ফলে তারা বাইক দুর্ঘটনার শিকার হয়েছেন। ১৬ হাজারের বেশি মানুষ গাড়ি চালানোর সময় গাড়ির সিট বেল্ট পরেননি। তাই হঠাৎ হওয়া দুর্ঘটনার জেরে তাদের মৃত্যু হয়েছে।

Author

Spread the News