দাঙ্গা, মিথ্যা কথা, ভাঁওতাবাজিই হচ্ছে বিজেপির গ্যারান্টি : মমতা

পশ্চিমবঙ্গে একা লড়াই করলেও সারাদেশে ‘ইন্ডিয়া’য় সমর্থন তৃণমূলের

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : শিলচরে এসে জ্বালামুখী বক্তব্য রাখলেন অগ্নিকন্যা তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলচর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পালে হাওয়া তুলতে মুখ্যমন্ত্রী কলকাতা থেকে শিলচরে পৌঁছেন। বুধবার আয়োজিত শিলচর টাউন ক্লাবের মাঠে বিশাল নির্বাচনের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, দাঙ্গা করা, মিথ্যা কথা বলা ও ভাঁওতাবাজি করার গ্যারান্টি হচ্ছে বিজেপি। এছাড়া বিজেপির কাছে আর কোন গ্যারান্টি নেই। মানুষকে অত্যাচার সংখ্যালঘু, বাঙালি, জনজাতি দেশের সব জাতির সাধারণ মানুষকে নানাভাবে অত্যাচার করতে পারে এর গ্যারান্টি হচ্ছে বিজেপি। মমতা ব্যানার্জি মণিপুরের প্রসঙ্গ টেনে বলেন, সে রাজ্যে যেভাবে অসহায় মানুষকে নির্যাতন করা হয়েছে বিশ্বের কাছে লজ্জাজনক ঘটনা। উলঙ্গ করে অত্যাচার করা নারীরা আজও বিচারের জন্য ঘুরছেন। তিনি জোর গলায় বলেন এসব নারীরা বিজেপির কাছে বিচার পাবে না, আরও অত্যাচারের শিকার হবে। সংখ্যালঘুদের গির্জা মসজিদ ধ্বংস করা হয়েছে মণিপুরে অথচ সেখানে সরকার রয়েছে বিজেপির।

নাগরিকদের সমস্ত অধিকার কেড়ে জেল বা ডিটেনশন ক্যাম্পে পরিণত দেশ : তৃণমূল সুপ্রিমো

দাঙ্গা, মিথ্যা কথা, ভাঁওতাবাজিই হচ্ছে বিজেপির গ্যারান্টি : মমতা

বক্তব্যে মুখ্যমন্ত্রী এও জানান বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে একাই লড়ছে তৃণমূল। সেখানে কংগ্রেস ও সিপিএম সবাই বিজেপির সমর্থক হয়ে রয়েছে। তারপরও তিনি বলেন, পশ্চিমবঙ্গে একা লড়াই করলেও সারাদেশে ইন্ডিয়া জোটকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেস এবং নেতৃত্ব দেবে বলেও জানান তিনি। তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি আপনাদের ভয় দেখাবে এমনকি টাকার বান্ডিল তুলে দেবে তা থেকে সতর্ক থাকতে হবে। বিজেপিকে পরাস্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বলেন, বর্তমানে দেশের  নাগরিকদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে জেল বা ডিটেনশন ক্যাম্পে পরিণত করেছে দেশকে বিজেপি সরকার। খাওয়া দাওয়া, পরা, চলাফেরা সমস্ত দিক থেকে মানুষের মৌলিক অধিকার গুলো কেড়ে নেয় বিজেপি।

তিনি প্রধানমন্ত্রীর দিকে তীর ছুড়ে বলেন, দেশের নাগরিকদের অ্যাকাউন্টে কোথায় ১৫ লক্ষ টাকা।৷ ভাওতাবাজি এর চেয়ে বড় আর কি প্রমাণ থাকতে পারে বলে তিনি ভোটারদের বলেন, অ্যাকাউন্টে টাকা নেই, বিজেপির বাস্কে ভোট নেই সে কথা মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডি ভোটার নিয়ে বলেন, ইন্ডিয়া নেতৃত্বে এলে তৃণমূল কংগ্রেস ডি ভোটারদের ভবিষ্যৎ গড়ে তুলবে। থাকবে না তাদের কোন ডি। তিনি বলেন তৃণমূল তৃণমূলের লড়াইয়ের সঙ্গে আপনারা থাকলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ী হয়ে মানুষের সমস্যার কথা তুলে ধরবে এবং সমাধান করবে। এদিন তিনি অসমে চারটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয় জয়ী করে তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান জানান। শুরুতে তিনি অসমিয়া ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই তিন লাইনে বলেন। এছাড়া ঈদ, নববর্ষ, বিহু, নবরাত্রি, বাসন্তী পূজা ইত্যাদি উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

দাঙ্গা, মিথ্যা কথা, ভাঁওতাবাজিই হচ্ছে বিজেপির গ্যারান্টি : মমতা

মঞ্চে ছিলেন শিলচর লোকসভা আসনের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস,  রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য সভাপতি রিপুন বরা, কাছাড় জেলা সভাপতি রাজেশ দেব, ভারতী দুবে সহ বিভিন্ন পদাধিকারী উপস্থিত ছিলেন।

Author

Spread the News