অসম সাহিত্য সভায় মারপিট
বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : ফের অসম সাহিত্য সভায় ঘটল নির্লজ্জ ঘটনা। সাহিত্য সভার কার্যকরী কমিটিতে মারপিটের ঘটনা সংঘটিত হল। কার্যনির্বাহী কমিটির অভ্যর্থনা কমিটির দায়িত্বে থাকা এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী অজিত প্রসাদ শর্মা একজনকে প্রহার করেছেন।
সাহিত্য সভার কার্যনির্বাহী সভায় অংশ নিতে মানুষ জড়ো হয়েছিল। তখনই এই ঘটনা ঘটে। সাধারণ সম্পাদক পদে প্রার্থী অজিত প্রসাদ শর্মার কাছে প্রহৃত হন সুশীলচন্দ্র ডেকা নামে এক ব্যক্তি। সুশীলচন্দ্র ডেকা উপেন্দ্র জিত শর্মাকে আমন্ত্রণপত্র না পাওয়ার জন্য প্রশ্ন করেছিলেন। তার পরেই ঘটনাটা ঘটে। এতে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।