সাতসকালে পাঁচগ্রামে রাইস মিলে আগুন, ব্যাপক ক্ষতি 

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল পাঁচগ্রাম। তবে আগুনে চৌধুরী এগ্রো ফুড ইন্ডাস্ট্রির রাইস মিলের অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সকালে হঠাৎ ইন্ডাস্ট্রির রাইস মিলে আগুন দেখতে পান পাশে থাকা ঘরের লোকরা। তাঁরা হাল্লা চিৎকার করলে প্রতিবেশীরাও দৌঁড়ে পৌঁছান। এবং আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশে থাকা পুকুর থেকে বালতি দিয়ে প্রায় ৩০ জনের মতো লোক আগুন নেভানোর চেষ্টা করেন এবং আগুনের লেলিহান থেকে পাশের ঘরগুলোকে রক্ষা করেন। স্থানীয়দের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। এতে রাইস মিলের অধিকাংশ পুড়ে ছারখার হয়ে যায়। আগুনে একটি মটরসহ বেশ কিছু চাল ভস্মীভূত হয়।

স্থানীয়রা জানান, আগুন দেখার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। বদরপুর থেকে প্রায় দুই ঘণ্টার পর পৌঁছায়। এর আগে যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্বে নিয়ে আসেন তাঁরা। দমকল ইঞ্জিন পৌঁছতে দেরি হওয়ায় ক্ষোভ ব্যক্ত করেন এবং স্থানীয় কাটাখাল বা পাঁচগ্রাম অঞ্চলে একটি ফায়ার ব্রিগেড কেন্দ্র স্থাপনের দাবি জানান। 

এদিকে স্থানীয় সূত্রের মতে পাঁচ থেকে ৭ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হবে রাইস মিলের।

সাতসকালে পাঁচগ্রামে রাইস মিলে আগুন, ব্যাপক ক্ষতি 
সাতসকালে পাঁচগ্রামে রাইস মিলে আগুন, ব্যাপক ক্ষতি 

Author

Spread the News