বানরের উপদ্রুবে অতিষ্ঠ শ্রীকোণাবাসী, ডিএফও-র দ্বারস্থ
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : শ্রীকোণা এলাকায় বানরের উপদ্রুবে অতিষ্ঠ সাধারণ মানুষ। এক বন্দি ঘরে বসবাস করছেন মানুষ। বানরের উপদ্রব ও আক্রমণ থেকে রক্ষা করতে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন শ্রীকোণা বিবেকানন্দ ক্লাবের কর্মকর্তা ও এলাকার নাগরিকরা। বৃহস্পতিবার শিলচর বন বিভাগের আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করেন তারা। স্মারকপত্র প্রদান করে সুভাষ দেব সাংবাদিকদের জানান, প্রায় ১০ থেকে ১২ বছর ধরে বৃহত্তর শ্রীকোণা এলাকায় বানরের উপদ্রবে নাজেহাল এলাকার সর্বস্তরের জনগণ। বানরের আক্রমণ থেকে রেহাই পেতে সারা দিন ঘরের দরজা জানালা বন্ধ করে রেখে গৃহবন্দী হয়ে থাকতে হচ্ছে। ৫০ থেকে ৬০ জন লোক বানরের আক্রমণের শিকার হয়েছেন। এমনকি কামড় খেয়েছেন। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে ভয় পায়। কখন কাকে আক্রমণ করবে এমন এক আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
![বানরের উপদ্রুবে অতিষ্ঠ শ্রীকোণাবাসী, ডিএফও-র দ্বারস্থ বানরের উপদ্রুবে অতিষ্ঠ শ্রীকোণাবাসী, ডিএফও-র দ্বারস্থ](https://baraktaranga.com/wp-content/uploads/2023/12/img-20231228-wa00181464647047292614869-1024x771.jpg)
এছাড়া ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলেও জানান তিনি। বানরের উপদ্রবে ব্যবসা করতে পারছে না। বানরের উপদ্রব থেকে রেহাই পেতে শ্রীকোণা এলাকার নাগরিকরা ডিএফও-র দ্বারস্থ হন। তাঁরা জোরালো দাবি জানিয়েছেন অতিসত্তর শ্রীকোনা এলাকায় বানরের উপদ্রুবের বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন মনোরঞ্জন ভদ্র, অজিত পাল, সুভাষ দেব, আজিম আহমেদ বড়লস্কর, শংকর পাল, বিকাশ বৈষ্ণব ও অরূপ চক্রবর্তী।