ছাগলের মাধ্যমে ছাগলের মালিককে সতর্কবার্তা প্রধান শিক্ষকের

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : ছাগলের তাণ্ডব! রেগে গেলেন প্রধান শিক্ষক। অবশেষে ছাগলকে দিয়ে ছাগলের মালিককে চিঠি পাঠালেন প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক, সম্মানিত মালিক হিসাবে চিঠি বা নোটিশ সম্বোধন করে  সেলো টেপ লাগিয়ে চিঠিটা একটা সাদা ছাগলের পিঠে রেখে ছেড়ে দেন। চিঠিতে তিনি লিখেছেন: প্রিয় স্যার/ আপনার ছাগল স্কুলের কিছু গাছপালা খেয়ে নষ্ট করেছে। আজকে রেখে দিলাম। আমি আর সহ্য করব না। প্রধান শিক্ষক তিন লাইনের এই চিঠি লিখে ছাগলের মাধ্যমে ছাগলের মালিককে সতর্কবার্তা পাঠালেন।

বৃহস্পতিবার ধেমাজি জেলার দক্ষিণ বরদালানি এসসি মধ্য ইংরেজি স্কুলের প্রধান শিক্ষক এটি করেছিলেন। এলাকা অনেকেই প্রধান শিক্ষকের বুদ্ধিমত্তার প্রশংসা করেন। সমস্যা সমাধানের জন্য সতর্কবার্তা সহ এটি একটি ভদ্রভাবে লিখিত ইতিবাচক বার্তা।

ছাগলের মাধ্যমে ছাগলের মালিককে সতর্কবার্তা প্রধান শিক্ষকের
ছাগলের মাধ্যমে ছাগলের মালিককে সতর্কবার্তা প্রধান শিক্ষকের

Author

Spread the News