একাদশ ভাষা শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ মাতৃভূমি-র

বরাক তরঙ্গ, ১৯ মে : ধলাইর বেসরকারী ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মাতৃভূমি-র তরফে ১৯ মে রবিবার যথাযোগ্য মর্যাদায় একাদশ ভাষা শহিদের শ্রদ্ধা জানানো হয়। এদিন সন্ধ্যায় সংস্থার ধলাই বাজারস্থিত কার্যালয়ের সম্মুখে ভাষা শহীদদের নামাঙ্কিত প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় আত্মাবলিদানকারী একাদশ পূণ্যাত্মাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার সদস্যরা। 

এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাতৃভূমি-র কর্ণধার সীতাংশু দাস বলেন, ২০০৬ সালে আমাদের সংস্থার আত্মপ্রকাশ হওয়ার পর থেকে প্রতিবছর এদিনটিতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছি আমরা। তিনি বলেন, বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার্থে ১৯৬১ সনে আজকের দিনে শিলচর রেলস্টেশনে পুলিশের গুলিতে নিহত ১১ জন ভাষা শহিদদের সম্মানার্থে দীর্ঘ দিনের গণদাবি শিলচর রেলস্টেশনের নামাকরণ ভাষা শহীদ রেলস্টেশন করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি। এছাড়াও শহিদদের পরিবারের সদস্যরা বর্তমানে কি পরিস্থিতিতে আছেন সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে তাদের খোঁজ খবর নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। 

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক অশোক কুমার দাস, উপ-সভাপতি শঙ্কর ভট্টাচার্য, চপল কুমার দাস ও লীলা পুরকায়স্থ, সদস্য যথাক্রমে প্রদীপ পাল, বাসু রঞ্জন ধর, বঙ্কিম দাস, সমাজকর্মী কমলেশ দাশ সহ অন্যান্যরা। 

Author

Spread the News