সোনাই কলেজে কবি বিজিৎকুমার ভট্টাচার্য স্মরণ

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : বিশিষ্ট সহিত্যিক, কবি, প্রাবন্ধিক অধ্যাপক বিজিৎকুমার ভট্টাচার্যকে স্মরণ করল সোনাই মাধবচন্দ্র দাস কলেজ। বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্করের পৌরোহিত্যে স্মৃতিচারণ সভায় অধ্যাপক মনসুর আহমেদ বড়ভূইয়া, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগীতা, রিয়া ও শ্রাবণী। অনুষ্ঠানে নির্যাস কথা তুলে ধরেন বাংলা বিভাগের প্রধান ড. আব্দুল মতিন লস্কর। তিনি বলেন, কবি বিজিৎকুমার ভট্টাচার্য্যের সঙ্গে তার ব্যক্তিগত আলাপচারিতা তথা তাঁর বৌদ্ধিক নানা দিক।

সোনাই কলেজে কবি বিজিৎকুমার ভট্টাচার্য স্মরণ

সভায় রিসোর্স পার্সন করিমগঞ্জ রামকৃষ্ণনগর কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ড. রূপা ভট্বাচার্য কবি বিজিৎকুমার ভট্টাচার্য্যের নানা দিক তুলে ধরেন। কবি বিজিৎকুমার কেন স্বতন্ত্র সে দিকটিও তুলে ধরেন বিস্তারিতভাবে। অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর জোর দিয়ে বলেন বাংলা ভাষাকে জীবিত রাখতে হলে বর্তমান প্রজন্মকে সাহিত্যচর্চায় এগিয়ে আসতে হবে, কেননা সাহিত্য মানুষকে মূল্যবোধ তৈরিতে সহযোগিতা করে।

সোনাই কলেজে কবি বিজিৎকুমার ভট্টাচার্য স্মরণ

এ দিনের সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ হৃষিকেষ নাথ, ড. নবেন্দু বণিক, গল্পকার আদিমা মজুমদার, কবি আব্দুর রেহিম লস্কর ও আদিমা মজুমদারের “ইছারপার” কবিতাটি আবৃত্তি করেন শিশু শিল্পী সৃষ্টি মজুমদার। ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন বাংলা সাম্মানিক মাহাজ আহমেদ লস্কর। স্মৃতিচারণ সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মঙ্গলা লাইস্রাম, ড. নির্মলা সিংহ, ড. মমতাজ মজুমদার, ড. মিঠু দোসাদ, অধ্যাপক উবাইদুল ইসলাম চৌধুরী, গ্রন্থাগারিক মিহির কান্দি নাথ, অধ্যাপক বিপুল পাথর, অধ্যাপিকা ইলুংবালি রিয়ামি, অধ্যাপক হুমায়ন আজাদ লস্কর, অংশকালীন অধ্যাপিকা বৈশালী নাথ, সংগীতা চৌধুরী, রিয়া পাল, শবনম ফেরদৌস, হাসিনা জামান লস্কর, কণিকা রায়, সাদিয়া সুলতানা মজুমদার প্রমুখ। এ দিনের গোটা সভা উপস্থাপনা করেন বাংলা বিভাগের অধ্যাপিকা ড. হামিদা খাতুন।

Author

Spread the News