‘রেমাল’ এর তাণ্ডব আজ থেকে, সতর্কতা জারি
২৬ মে : শনিবার রাতেই বঙ্গোপসাগরের জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। আজ থেকে তাণ্ডব চালাবে ‘রেমাল’ (Remal)। ধীরে ধীরে তা বাংলার দিকে ধেয়ে আসছে। রবিবার মধ্য রাতেই সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল করতে পারে রেমাল। ইতিমধ্যেই দুর্যোগের আগের পরিবেশ বদলাতে শুরু করেছে। ভোর থেকেই দক্ষিণবঙ্গের সুন্দরবন, কলকাতা, দুই ২৪ পরগণা সহ একাধিক জেলায় ঝমঝমিয়ে শুরু হয়েছে বৃষ্টি। বেলা বাড়তেই আমূল বদলে যাবে পরিস্থিতি।
রেমালের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলবে। রেমাল ঝড়ের প্রভাব সর্বোচ্চ পড়বে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলায়। ইতিমধ্যেই কলকাতা-সহ ছয় জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী ৫ ঘণ্টার মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল।
আবহাওয়া দপ্তর রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি করেছে লাল সতর্কতা। মহানগর-সহ এই ছ’জেলাতেই অতি ভারী বৃষ্টি হতে পারে। আপডেট অনুযায়ী, ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। বিকেল ৫টার পর অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।