কাটিগড়ার বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ লায়ন্স ক্লাব ও বিভিসিএলের

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৯ জুন : বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেড এবং লায়ন্স ক্লাব  অব বদরপুর গ্রেটারের যৌথ উদ্যোগে কাটিগড়ায় ত্রাণ বণ্টন করা হল। শনিবার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লেবারপুতা জিপির আমতলা বাজারে এই জিপির ৮টি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। কোম্পানির সিইও তথা লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের সভাপতি মুকেশ কুমার আগরওয়াল বক্তব্য রাখতে গিয়ে বলেন, বন্যা আসলে অনেকেরই ক্ষতিসাধন হয়। যাদের ক্ষতি হয়, তাদের জন্য এই ত্রাণ সামগ্রী পর্যাপ্ত নয়, তবুও এই ত্রাণ সামগ্রী দিয়ে সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা মাত্র। আগামীতে এধরনের দুর্যোগে জনগণের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এসময় বিভিসিএলের জিএম ট্রান্সপোর্ট পবন তুষনিয়াল, ম্যানেজার এইচ আর পঙ্কজ প্রসাদ, ম্যানেজার লিয়াসন চন্দন গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন।

কাটিগড়ার বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ লায়ন্স ক্লাব ও বিভিসিএলের

এদিনের ত্রাণ সামগ্রীর প্যাকেটে ছিল দুধ, মিনারেল ওয়াটার, চিড়া, মুড়ি, বিস্কুট ইত্যাদি শুকনো জাতীয় খাবার। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ভিডিপি কর্তা শঙ্কর দেব এলাকাবাসীদের হয়ে বিভিসিএল ও লায়ন্স ক্লাব ওফ বদরপুর গ্রেটারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। লায়ন্স ক্লাব ওফ বদরপুর গ্রেটারের পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শমীন্দ্র পাল, সমরজিৎ চক্রবর্তী, কোম্পানির আলম প্রমুখ।

Author

Spread the News