দীপায়নের উদ্যোগে করিমগঞ্জে ত্রাণ বণ্টন

বরাক তরঙ্গ, ২৫ জুন : করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী প্রদান করেন। বিধায়ক ব্যক্তিগত কাজে শিলচরের বাইরে থাকায় তাঁর শুভানুদ্যায়ীদের মাধ্যমে করিমগঞ্জ জেলার ৭ টি ক্যাম্পে মোট ৫১৮ পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী বণ্টন করেন।

তাঁরা বলেন, বিধায়ক সোমবার তিনি করিমগঞ্জের, জেলাশাসকের সঙ্গে কথা এই ব্যাপারে কথা বলেন ও আজ দলের জেলা সভাপতিকেও ত্রাণ বিতরণের ব্যাপারে জানান।
ত্রাণ সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে, ১ লিটার সরিষার তেল, ১ লিটার দুধ, ১ প্যাকেট বড় বিস্কুট, ১ প্যাকেট মসকিটো কয়েল, সয়াবিন, আলু ১ কেজি, ৫০০ গ্রাম পিয়াজ ও  হলুদ।

দীপায়নের উদ্যোগে করিমগঞ্জে ত্রাণ বণ্টন

এ দিন বিধায়ককে ত্রাণ বণ্টন কাজে সহযোগিতা করেছেন, সম্রাট চৌধুরী, জয়দীপ চক্রবর্তী, অনুপম দেব, সুমন চন্দ, স্বর্ণদীপ ঘোষ, শ্রীময় ভট্টাচার্য, বলরাম শিল, অভিজিৎ মজুমদার, মৃগাঙ্ক সাহা প্রমুখ।

Author

Spread the News