‘সংকল্প পত্র’ নামে নির্বাচনী ইস্তেহার প্রকাশ কাছাড় জেলা বিজেপির
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : আসন্ন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার কাছাড় জেলা বিজেপি শিলচর সদর কার্যালয়ে দলের ‘সংকল্প পত্র’ নামে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল। এদিন সাংবাদিক সম্মেলনে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য, বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ ডঃ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায়, দীপন দেওয়ানজি, বিজেন্দ্র প্রসাদ সিং, অভ্রজিৎ চক্রবর্তী, শশাঙ্ক চন্দ্র পাল।
এদিন এর আগে সাংসদ ডাঃ রাজদীপ রায় বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জোট সরকারের গত ১০ বছর ভালো কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। সেই সঙ্গে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেয়া, এক দেশ, এক ভোট ও এক আইনের পক্ষেও দলীয় অবস্থানের কথা ঘোষণা করা হয়। অর্থনীতি, বিজ্ঞান, সামাজিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও বেকারত্ব দূরীকরণ ছাড়াও দুর্নীতির বিরুদ্ধে দলের কঠোর অবস্থানের কথাও নির্বাচনী প্রতিশ্রুতিতে দেওয়া হয়েছে। ৭০ বছর বয়স্কদের ৫ লক্ষ টাকা স্বাস্থ্যবিমা নিশ্চিত করা, দেশের ১০ কোটি কৃষককে ১০০ দিনের কাজের আওতায় আনা, দেশের কমপক্ষে তিন কোটি নারীকে ‘লাখপতি দিদি’ করার ঘোষণা করা হয়েছে। এছাড়া গৃহহীন মানুষের জন্য দেশে চার কোটি বাড়ি তৈরি করবে বিজেপি সরকার। ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে এসেছি আমরা। শুধু তাই নয়, কর্মসংস্থান, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন ছাড়াও প্রচুর সংখ্যক কর্মসংস্থান তৈরি করা হয়েছে। আগামী পাঁচ-বছর বিনামূল্যে রেশন নিশ্চিত করা হবে। বিজেপি দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছে।
এদিন পরিমল শুক্লবৈদ্য সিএএ, মহাসড়ক, শিলচর-গুয়াহাটি জাতীয় সড়ক ইত্যাদির ইতিবাচক সমাধান হবে বলে উল্লেখ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৌশিক রায় বলেন, শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই হবে।