পাকিস্তানের সমর্থনে তৈরি রিল শেয়ার, উধারবন্দে গ্রেফতার যুবক

বরাক তরঙ্গ, ১৩ মে : পাকিস্তানের সমর্থনে তৈরি একটি রিল তিনি শেয়ার করে বিপাকে যুবক। এমন অভিযোগে উধারবন্দ থানা এলাকার গোঁসাইপুর তৃতীয় খণ্ডের যুবক ইন্তেসাব আহমদ লস্কর ওরফে শিপন (৪০) কে গ্রেফতার পুলিশ। শিপন পাকিস্তানের সমর্থনে তৈরি একটি রিল তিনি শেয়ার করেছিলেন। ব্যাপারটা নজরে আসার পর উধারবন্দ থানা পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, রাজ্যে পাকিস্তানের সমর্থনে কেউ কিছু করলেই তার বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পুলিশ এমন অভিযোগে ইতোমধ্যে গোটা রাজ্যে গ্রেফতার করেছে বেশ কয়েকজনকে।

পাকিস্তানের সমর্থনে তৈরি রিল শেয়ার, উধারবন্দে গ্রেফতার যুবক
Spread the News
error: Content is protected !!