সড়ক দুর্ঘটনায় মৃতদের জানাজা সম্পন্ন, বসা হলো না বিয়ের পিঁড়িতে রেহানার
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : রানিঘাটে সড়ক দুর্ঘটনায় মৃত কালাইনের একই পরিবারের চারজনের জানাজা একই সঙ্গে সম্পন্ন হল মঙ্গলবার। এ দিন বিকেল সাড়ে তিনটে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে শিলচর-কালাইন সড়কের রানি সেতু সংলগ্ন এলাকায় বলেরো পিকআপের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজনের মৃত্যু ঘটে। এরমধ্যে ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের একই পরিবারের চারজন মৃত্যু হয়। মৃতরা হলেন জাকির হোসেন, তাঁর স্ত্রী রেজিয়া বেগম, মেয়ে রেহানা বেগম এবং ছেলে আমির হোসেন। এ মর্মান্তিক ঘটনায় গোটা কালাইনে শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুতে যেমন শোকের ছায়া নেমে তেমনই সবচেয়ে হৃদয়বিধারক ঘটনা হয়েছে আগামী ২৮ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসার কথা রেহানার আর আমির হোসেনের কয়েক মাসের একটি ফুটফুটে সন্তান। এই দু’টি বিষয় মানুষের মনে খুব আঘাত করেছে। এ দিকে, জীবনের এমন মূহুর্ত আসবে হয়তো ভাবেনি দক্ষিণ কাটিগড়ার করইকান্দির আহাদ উদ্দিন। তিনি বিয়ের আগেই চোখের জলে হবু স্ত্রীকে বিদায় জানালেন। আদায় করলে জানাজাও।
জানা যায়, অটো ভাড়া করে রেহানার চিকিৎসার জন্য জাকির তাঁর পরিবার শিলচর যাচ্ছিলেন। সেসময় একটি ইট বোঝাই বলেরো পিকআপ ও তাদের অটোতে সজোরে ধাক্কা মারলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সোমবার রাতে ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে পুরো এলাকাজুড়ে কান্নার রোল পড়ে যায়।