কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদের সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি সুজিত দাস চৌধুরী সহ অন্যান্য সদস্যদের সংবর্ধনা জানাল শ্রীশ্রী উমানন্দ মন্দির পরিচালন কমিটি।
বুধবার সন্ধ্যা ৭ টায় শিলচর আশ্রম রোডের রাধা গোবিন্দ লেনের শ্রীশ্রী উমানন্দ মন্দির পরিচালন কমিটির ব্যবস্থাপনায় কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজিত দাস চৌধুরী সহ প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী, সহসভাপতি গিরিন্দ্র দাস, সাধারণ সম্পাদক নিশিকান্ত সরকার, উন্নয়ন কমিটির শিলচর শহর কমিটি সভাপতি অশোক সরকার, জয়ন্ত চক্রবর্তী, সুকুমার দাস প্রমুখদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান উপেন্দ্র দাস মহাশয়।

এ দিন বক্তব্যে, কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নিশিকান্ত সরকার বলেন, পিছিয়ে পড়া কৈবর্ত সমাজের উন্নয়নের স্বার্থে নবনিযুক্ত সভাপতি সুজিত দাস চৌধুরী বিগত দিন থেকে শুরু করে বর্তমান অবধি যেভাবে কাজ করে যাচ্ছেন, তা অতুলনীয়। প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী হলেন কৈবর্ত সমাজের জন্য গর্ব। উপেন্দ্র দাস বলেন, বিগত বন্যায় যেভাবে সাহায্য দুই হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেটা বিগত দিনে কেউ কৈবর্ত উন্নয়ন পরিষদ থেকে কেউ সাহায্য করেন নাই, কৈবর্ত সমাজের সত্যিকারের জন্য তিনি হলেন প্রকৃত সমাজসেবী।

কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদের সংবর্ধনা

শেষে সভাপতি সুজিত দাস চৌধুরী বক্তব্যে কৈবর্ত সমাজের প্রত্যেকটি ছেলে-মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ সহ আগামী দিনেও কৈবর্ত সমাজের পাশে থেকে হিন্দু জাতির স্বার্থে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন এবং পাশাপাশি উনার প্রয়াত বাবা যতীন্দ্রচন্দ্র দাস চৌধুরীর স্মৃতিতে শিলচর ন্যাশনাল হাইরোডে ৪ কাটা জমি কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির অফিস নির্মাণের জন্য দান করেছেন বলে উল্লেখ করেন। সেদিন সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গোপেশ চৌধুরী।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News