কাবাড়িবন্দে বিভিন্ন স্কুলের প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মান
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : পাথারকান্দি শিক্ষাখণ্ডের কাবাড়িবন্দ এমই স্কুলে এক সংবর্ধনা সভায় অনুষ্ঠিত হয়। এতে কবি আসহাব তালুকদারের পৌরহিত্যে কৃতী শিক্ষক সংবর্ধনা সভা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষক হিসেবে সংবর্ধনা দেওয়া হয় পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ শ্যামাপদ দে, আছিমিয়া এমভি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা অসমিয়া ভাষাজ্ঞান পরীক্ষা কেন্দ্রের প্রাক্তন অধ্যক্ষ কাজি আতিকুর রহমান, মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক গোপালচন্দ্র দাস, কাবাড়িবন্দ এমই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজাক্কির আলি, আছিমিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আব্দুর রৌফ, শিক্ষক মওলানা আছহাব উদ্দিন, মঈন উদ্দিন, হাবিব আলি, আসাদ উদ্দিন, ঈদগাহ হাইস্কুলের শিক্ষক আব্দুল রজ্জাক প্রমুখকে গামছা, ফুলের তোড়া ও মানপত্র দিয়ে সংবর্ধনা জানান বিশিষ্ট সমাজসেবী আব্দুল হামিদ, কাবাড়িবন্দ জিপি সভাপতি রফিক উদ্দিন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দি বিএড কলেজের অধ্যক্ষ আয়নুল হক, বিশিষ্ট ঠিকাদার আব্দুল বাসিত। এদিন বিশেষ ভাবে কাবাড়িবন্দ এমই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত মুকব্বির আলিকে মরণোত্তর স্মারক সম্মাননা প্রদান করা হয়। প্রয়াতের বড় পুত্র মনসুর আহমেদের হাতে সবাই সমবেত ভাবে তুলে দেন স্মারক সম্মাননা।
এছাড়া এদিন কবি আসহাব উদ্দিন তালুকদার ও ভারতীয় মানবাধিকার সংস্থার অসম রাজ্য কমিটির সভাপতি কাজি সাদিক আখতারকেও স্মারক সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাথারকান্দি বি এড কলেজের অধ্যক্ষ আয়নুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামাপদ দে, কাজি আতিকুর রহমান, সমাজসেবী আব্দুল বাসিত প্রমুখ। এছাড়াও সংবর্ধনা আনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন বিশিষ্ট জয়নুল করিম, আরজ আলি প্রমুখ।