মণিপুরের ১১টি বুথে শুরু হয়েছে পুনর্নির্বাচন
২২ এপ্রিল : নির্বাচনে প্রথম দফাতেই ভোট ছিল মণিপুরে। বিগত বহুমাস ধরে উত্তপ্ত মণিপুরে অশান্তি ছড়ায় ভোটের দিনেও। কোথাও বুথে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা, কোথাও ভাঙা হয় ইভিএম। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশকিছু বুথে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
সোমবার মণিপুরের ১১টি বুথে শুরু হয়েছে পুনর্নির্বাচন। শুক্রবার, অর্থাৎ প্রথম দফার নির্বাচনের দিন ইনার মণিপুর আসনের থংজু বিধানসভা এলাকায় অশান্তির আঁচ ছড়িয়েছিল। আউটার মণিপুরের মৈরাঙ বিধানসভার থামানপোকপি এলাকায় একটি বুথ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর অভি্যোগওঁ উঠেছিল। ইনার মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখে বেশ কিছু বুথে পুনরায় নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।
নির্দেশ মোতাবেক সোমবার সকালে ১১টি বুথে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। শুরু থেকেই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখনও পর্যন্ত ভোট গ্রহণ চলছে নির্বিঘ্নে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফাতেও ভোট রয়েছে মণিপুরে।