রওয়ানা দিল দল, সেঞ্চুরি-পাঁচ উইকেটে পাঁচ হাজার ঘোষণা সচিবের
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ মে : নুরুদ্দিন আহমদ ট্রফি সিনিয়র আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতায় শিলচরের কোনও ব্যাটার শতরান হাঁকালে তাকে নগদ পাঁচ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। একইভাবে এক ইনিংসে পাঁচ উইকেট নিতে পারলে সেই বোলারও পাবেন পাঁচ হাজার। শুক্রবার রাতে শিলচর রেল স্টেশনে দলকে বিদায় জানাতে গিয়ে এই ঘোষণা করলেন শিলচর ডিএসএ-র সচিব অতনু ভট্টাচার্য।
শিলচর দল শুক্রবার রাতে ডিফুর উদ্দেশে রওনা হয়েছে। অভিষেক ঠাকুরির নেতৃত্বাধীন শিলচর দল ডিফুতে কার্বি আংলং এবং ডিমা হাসাওয়ের বিরুদ্ধে খেলবে। প্রথম ম্যাচ ১৩-১৪ মে। পরেরটি ১৬-১৭ মে।
উল্লেখ্য, এদিন রাতে রেলপথে পরিচালক সহ ১১ জন ক্রিকেটার শিলচর থেকে রওরয়ানা দেন। অধিনায়ক অভিষেক ঠাকুরী সহ বাদবাকি খেলোয়াড় গুয়াহাটি থেকে দলে যোগ দেবেন।