রামলীলা ময়দানে রাবন পোড়ালেন প্রধানমন্ত্রী, দিলেন বার্তাও

রামলীলা ময়দানে রাবন পোড়ালেন প্রধানমন্ত্রী, দিলেন বার্তাও

২৪ অক্টোবর : ‘আমরা সৌভাগ্যবান, চোখের সামনে দেখতে পাচ্ছি রাম মন্দির তৈরি হওয়া।’ মঙ্গলবার রামলীলা ময়দান থেকে বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। মঙ্গলবার দিল্লির দ্বারকা সেক্টর ১০-এ রামলীলা ময়দানে বিজয়া দশমী উপলক্ষে রাবন পোড়ায় উপস্থিত হয়েছিলেন তিনি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। তিনি সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, ‘আমি সমস্ত দেশবাসীকে নবরাত্রি এবং বিজয়াদশমীর শুভেচ্ছা জানাই। এই উৎসব সকল খারাপের ওপর ভালোর জয়ের প্রতীক।’ তাঁর বক্তব্যে উঠে এসেছে রাম মন্দির প্রসঙ্গ। মোদি মঙ্গলবার বলেন, ‘ আমরা সৌভাগ্যবান, আমরা ভগবান রামের মন্দির তৈরি হওয়া দেখতে পাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার পর রামের জন্মভূমি অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। এটি আমাদের ধৈর্যের জয়।’ মঙ্গলবার সকালেই দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।

পশ্চিম দিল্লির সাংসদ পারভেশ সাহেব সিং প্রধানমন্ত্রী মোদির সফরে খুশি প্রকাশ করেছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন “আমরা খুব খুশি যে প্রধানমন্ত্রী এখানে এসেছেন। তিনি ২০১৯ সালে এসেছিলেন, এবং এইবার, তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। আমরা তার জন্য আমাদের কৃতজ্ঞতা জানাই। বহু দূর থেকে মানুষ এখানে এসেছে।

Author

Spread the News