লক্ষীপুরে রেশন কার্ড বণ্টন, কালাইনে সদভাবনা মণ্ডপ উদ্বোধন জয়ন্ত মল্ল বরুয়ার

লক্ষীপুরে রেশন কার্ড বণ্টন, কালাইনে সদভাবনা মণ্ডপ উদ্বোধন জয়ন্ত মল্ল বরুয়ার

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : লক্ষীপুর বিধানসভা কেন্দ্রে লাবক চা বাগানের মাঠে হিতধিকারীদের মধ্যে রেশন কার্ড বিতরণ করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। মঙ্গলবার মুখ্যমন্ত্রী তথা অসম সরকারের পরিপুষ্ট সমাজের দিকে নিরন্তর যাত্রা অব্যাহত রাখতে লক্ষীপুর এলাকার লাবক চা বাগান খেলার ময়দানজুড়ে অনুষ্ঠানিক সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই অতিথিদের বরণ করা হয় এবং একটি দেশাত্ববোধক সঙ্গীত সহ প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়, প্রত্যেক অতিথিরা বীর নেতাজির প্রতিকৃতিতে পুষ্পর্ঘ্য অর্পণ করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, বিধায়ক কৌশিক রায়, জেলা আয়ুক্ত রোহনকুমার ঝা,পুলিশ সুপার নমাল মাহাতু, লক্ষীপুর মহকুমাধিপতি সুদীপ নাথ, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, বিডিও এবং প্রত্যেক জিপির সভাপতি, ডিলার, গ্রাহক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানিকভাবে  কিছু হিতাধিকারিদের নিজ নিজ হাতে রেশন কার্ড তুলে দিলেন আমন্ত্রিত অতিথিরা, তৎসঙ্গে বিধায়ক কৌশিক রায় জানান প্রত্যেক গ্রাহকরা যাহাতে তাঁদের নিজ নিজ জিপি অফিস থেকে কার্ড গুলো সংগ্রহ করে নেন ২৪ এবং ২৫ জানুয়ারি তারিখের মধ্যেই।

লক্ষীপুরে রেশন কার্ড বণ্টন, কালাইনে সদভাবনা মণ্ডপ উদ্বোধন জয়ন্ত মল্ল বরুয়ার

এ দিন, কালাইন লক্ষীপুর জিপিতে সদভাবনা মণ্ডপ ও লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের উদ্বোধন করেন জনস্বাস্থ কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। তিনি বলেন, জিপি কার্যালয়ের প্রয়োজন রয়েছে। ঠিক একই ভাবে সদভাবনা মণ্ডপের ও প্রয়োজন রয়েছে। এই ভাবনা মণ্ডপ থেকে গরিব মেহনতী মানুষ তাদের ছেলেমেয়েদের কম খরচে বিবাহ কার্য সম্পন্ন করতে পারবেন। মন্ত্রী বলেন, রাজ্যের তুলনায় বরাক উপত্যকায় সব ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। আগামী দিনেও আরও উন্নয়নের জোয়ার বইবে বরাক উপত্যকায়।

Author

Spread the News