রেশন কার্ড বণ্টন কচুদরম ও দঃ মোহনপুর জিপিতে

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : সোনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত কচুদরম জিপিতে মঙ্গলবার রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে বরাদ্দ খাদ্য সুরক্ষার রেশন কার্ড সুবিধা প্রাপকদের মধ্যে বণ্টন করা হয়েছে। কচুদরম জিপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জিপির ১৯১ জন সুবিধাপ্রাপককের হাতে খাদ্য সুরক্ষার রেশন কার্ড তোলে দেন বিজেপির সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন, কচুদরম জিপি সভাপতি অপুকুমার দাশ ও এপি সদস্য এমইউ মিজানুর রহমান লস্কর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিপির সহ সভাপতি সাহা আলম লস্কর, গ্রুপ সদস্যার প্রতিনিধি নাজির হোসেন লস্কর প্রমুখ।

এদিন কার্ড বণ্টন শেষে সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন ও জিপি সভাপতি অপুকুমার দাশ বলেন, সম্প্রতি রাজ্যের পরিবহণ, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাত দিয়ে সোনাইতে খাদ্য সুরক্ষার রেশন কার্ড বণ্টনের সুচনা হয়েছে। 

রেশন কার্ড বণ্টন কচুদরম ও দঃ মোহনপুর জিপিতে
দক্ষিণ মোহনপুর জিপি কার্যালয়ে রেশন কার্ড বণ্টনের এক মূহূর্ত।

এ দিন, দক্ষিণ মোহনপুর জিপিতে হিতাধিকারীদের মধ্যে নতুন রেশন কার্ড বিতরণ করা হয়েছে। জিপি কার্যালয়ে ১২২টি নতুন রেশনকার্ড হিতাধিকারীদের মধ্যে তুলে দেওয়া হয়। জিপির ভারপ্রাপ্ত সভাপতি নির্মলকান্তি দাসের পৌরোহিত্যে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে খাদ্য সুরক্ষার কার্ড তুলে দেন সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন ও রামনগর মণ্ডলের সভাপতি লয়াঙানবা সিংহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিপি  সচিব জাফর হোসেন বড়ভূইয়া, টিএস আতাবুর লস্কর, জিআরএস পারুল বড়ভূইয়া, জিপির গ্রুপ সদস্যরা সহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : দেবু দাশ ও নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News