সুন্নি ফাউন্ডেশনের নাতে রসুল মহফিল মাতালেন রাজস্থানের বারকাতি

বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : অন্যান্য বছরের ন্যায় এবারও ঈদের রাতে মহফিলে হামদ্-নাতে রাসুল (সা:) আয়োজন করল কাছাড় সুন্নি ফাউন্ডেশন। মহফিল মাতালেন রাজস্থানের জয়পুর থেকে আগত ভারত বিখ্যাত নাত খা ইমরান বারকাতি। তিনি একের পর এক নাত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।

সুন্নি ফাউন্ডেশনের নাতে রসুল মহফিল মাতালেন রাজস্থানের বারকাতি
বক্তব্য রাখছেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া।

এ দিন মহফিলের শুরুতে মওলানা আলহাজ মবরুর রহমান বড়ভূইয়ার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফাউন্ডেশনের এক সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ফাউন্ডেশনের নিজস্ব জায়গায় চারতালা বিশিষ্ট একটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণ করার সিদ্ধান্ত। আনুমানিক চার হাজার স্কোয়ার ফিটের একটি বিল্ডিং নির্মাণ করা হবে।

সুন্নি ফাউন্ডেশনের নাতে রসুল মহফিল মাতালেন রাজস্থানের বারকাতি
সংবর্ধনা জানানো হচ্ছে মওলানা মবরুর আহমেদ বড়ভূইয়াকে।

এতে থাকবে একটি স্টাডি সেন্টার, গেস্ট হাউস বা মুসাফিরখানা, কমিউনিটি হল, লাইব্রেরি, কাছাড় সুন্নি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যালয়। এই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে ফাউন্ডেশনের কর্মকর্তারা সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন।

সুন্নি ফাউন্ডেশনের নাতে রসুল মহফিল মাতালেন রাজস্থানের বারকাতি
মহফিলে বক্তব্যে দিলোয়ার হুসেন লস্কর।

সভায় উপস্থিত ছিলেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া, মওলানা ইয়ামিন, মওলানা সাব্বির আহমেদ চৌধুরী, মওলানা আব্দুল বাসিদ চৌধুরী, ফাউন্ডেশনের উপদেষ্টা মওলানা জিয়া উদ্দিন চৌধুরী, হাফিজ মওলানা সাকির আহমেদ মজুমদার, ফাউন্ডেশনের দুই সহসভাপতি আনোয়ার মজুমদার ও ফখরুল ইসলাম বড়ভূইয়া, কার্যকরী সভাপতি নুরুল হক মজুমদার (ফণি), সম্পাদক আয়ুব উদ্দিন লস্কর প্রমুখ। এই মহফিলে অঞ্চলের ২০ জন হজযাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।

Author

Spread the News