উধারবন্দ নীচথল ধর্ষনকাণ্ড : ১০ বছর কারাদণ্ড যুবকের
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : মহিলাকে ধর্ষণের দায়ে যুবককে দশ বছর কারাবাসের সাজা শুনালো কাছাড়ের জেলা ও দায়রা জজ বিপ্রজিত রায়ের আদালত। সাজাপ্রাপ্ত যুবক গোবরা ভূমিজ (৩০) উধারবন্দ থানা এলাকার নীচথল বাগানের বাসিন্দা। ধর্ষণের ঘটনা ঘটে ২০২০ সালের ৩ মার্চ নীচথলের অদূরবর্তী এন্দোগ্রাম বাগানে। সেসময় রঙের উৎসব হোলি ছিল সমাগত। উৎসবকে সামনে রেখে তখন ধীরে ধীরে মেতে উঠছিল বাগান এলাকা। ঘটনার দিন হোলিকে সামনে রেখে শ্রমিকদের তলব দেওয়া হচ্ছিল। বিকেল সাড়ে ৩টে নাগাদ এক মহিলা শ্রমিক তলব নেওয়ার জন্য বাগানের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। জঙ্গলাকীর্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় এক জায়গায় তিনি দেখতে পান একা দাঁড়িয়ে রয়েছে গোবরা ভূমিজ। মহিলা কাছে পৌঁছার পর সে তার কাছে খৈনি চায়। মহিলা খৈনি নেই বলে জানানোর পরই হঠাৎ করে গোবরা তার মুখে চাপা দিয়ে পাশের জঙ্গলে টেনে নিয়ে যায়।এরপর বলপূর্বক চরিতার্থ করে পাশবিক বাসনা। এভাবে পাশবিক বাসনা চরিতার্থ করার পরও গোবরা ক্ষান্ত হয়নি। সমস্ত রাত তার সঙ্গে জঙ্গলে থাকার জন্য মহিলার সঙ্গে জোরাজোরি করে। এই অবস্থায় মহিলা কোনওক্রমে তার খপ্পর থেকে পালিয়ে দৌড়ে বাগানের কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে পৌঁছার পর অন্যান্যদের ঘটনার কথা জানান।
এরপর ওইদিনই এনিয়ে উধারবন্দ থানায় দায়ের করা হয় এজাহার। এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত চালায়। পুলিশি তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে। এতে গোবরাকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ১০ বছর সশ্রম কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও ৩ মাসের কারাদণ্ড। এছাড়া ৩৪১ ধারায় তাকে শোনানো হয়েছে আরও ১ মাসের কারাদণ্ড। দু’টি সাজাই চলবে একসঙ্গে।
