পুরুষ ১৫০০ মিটারে প্রথম পিনাক, মহিলা গ্রুপে রঞ্জিতা

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : টাউন ক্লাবের ৭২তম বার্ষিক ক্রীড়ার অন্তর্গত ট্র্যাক এবং ফিল্ডের ১৫০০ মিটারে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন দিগরখাল এইচএস-র পিনাকপাণি দে। মহিলা বিভাগে প্রথম স্থান দখল করেন রঞ্জিতা যাদব।

বিভিন্ন বিভাগের প্রথম তিন স্থানাধিকারী হলেন-পুরুষ বিভাগ: ১৫০০ মিটার-পিনাকপাণি দে, হিমাদুল আলি শেখ ও সঞ্জয় রায়। লংজাম্প: কিঙ্কর বৈষ্ণব, রাজীব সিংহ, বিমল সিংহ। ডিসকাস: মনোজ সিন্‌হা, কে নাওবা সিংহ, নাঙবা মিতেই। জ্যাভেলিন হামিদুল আলি শেখ ও সুমিত সিংহ, প্রসেনজিৎ দাস।

মহিলা বিভাগ: ১৫০০ মিটার-রঞ্জিতা যাদব, সঙ্গীতা, হাফিজা বেগম বড়ভূইয়া। ডিসকাস-হাফিজা, উমা ভূমিজ, সুপ্রিয়া দেব।

১৩-১৬ বছর গার্লস শটপুট সালিনা বেগম বড়ভূইয়া, এন হেমলতা দেবী, রিয়া রায়। লংজাম্প- সালিনা, ফাতিমা বেগম লস্কর, খালেদা আখতার বড়ভূইয়া। জ্যাভেলিন: সালিনা, রিয়া, ফাতিমা।

১৩-১৬ বছর বয়েজ : হাইজাম্প-কে তনসেনা সিংহ, রিপন দেব, ইভাংলিস মেনার। শটপুট-রিংদাও, আরিয়ান বর্মন, কে তনসেনা সিংহ।

১০-১২ বছর গার্লস: লংজাম্প-পিঙ্কি রায়, প্রিয়াল আফরিন লস্কর, সাহেদা বেগম লস্কর। ১০-১২ বছর বয়েজ শটপুট-মুস্তাকিন আল আরমান, নাজিম আহমদ বড়ভূইয়া, আব্দুল আহাদ বড়ভূইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *