মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : বালিয়াপুঞ্জি অঞ্চলে ফের চাঞ্চল্য। দুষ্কৃতীদের দলবদ্ধ হামলায় গুরুতরভাবে আক্রান্ত হলেন এক নিরীহ গৃহবধূ ও তাঁর কোলের শিশু পুত্র। বাজারিছড়া থানার অন্তর্গত নাগ্রা পেট্রোল পোস্টের আওতাধীন বালিয়াপুঞ্জি এলাকায় সোমবার রাতের এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, আক্রান্ত রূপালি দাস লক্ষ্মণ দাসের স্ত্রী—স্থানীয় থানায় দাখিল করা এজাহারে উল্লেখ করেন দীর্ঘদিন ধরে তাঁদের প্রতিবেশী কয়েকজন নানা উপায়ে তাঁদের জমি দখলের ষড়যন্ত্র করে আসছিল। এই কারণে তাঁদের পরিবার আতঙ্কের মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছিল।
রূপালি দাস আরও জানান, গত সোমবার সন্ধ্যার পর হঠাৎই অভিযুক্তরা দলবদ্ধভাবে তাঁদের বাড়িতে অনধিকার প্রবেশ করে তাঁকে নির্মমভাবে মারধর করে। হামলা থেকে রক্ষা পায়নি তাঁর কোলের শিশুপুত্রও। শুধু তাই নয় ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না; অসুস্থতার কারণে তিনি বর্তমানে অপারেশনের রোগী। স্বামী অনুপস্থিত থাকায় হামলার সময় রূপালি সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েন।মারধরের ফলে গুরুতর জখম রূপালি দাস বর্তমানে তীব্র যন্ত্রণা ও অসুবিধার মধ্যে রয়েছেন। এই ঘটনায় তিনি সুবিচারের আশায় স্থানীয় পুলিশ প্রশাসনের যথাযথ সহযোগিতা কামনা করেছেন। ঘটনা প্রসঙ্গে নাগ্রা পুলিশ আউটপোস্টের ইনচার্জ প্রভাকর চৌধুরীকে জিজ্ঞেস করা হলে তিনি জানান পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের তরফ থেকে এখনো কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


