পাঁচ ভোটে জয়ী রংপুর সমবায়ের চেয়াম্যান পদে রামজনম

বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর রংপুর সমবায় সমিতির চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন রামজনম চৌহান। একাধিক দাবিদার থাকায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত। শুক্রবার নির্বাচনে পাঁচ ভোটের ব্যবধানে জয়ী হন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহের ঘনিষ্ঠ রামজনম চৌহান। তাঁর বিরুদ্ধে প্রার্থী হিসেবে ছিলেন খসরুল আহমেদ বড়ভূইয়া।

ভোটদান করেন পনেরো বোর্ড অব ডিরেক্টর। চেয়ারম্যান পদপ্রার্থী খসরুল আহমেদ বড়ভূইয়া ও রামজনম চৌহানকে একে একে করে ভোট দেন। ভোট শেষে ফলাফলে রামজনম চৌহানের ঝুলিতে পড়ে ১০টি ভোট। আর খসরুল আহমেদ বড়ভূইয়া পান ৫টি ভোট। রিটারনিং অফিসার জাকির হুসেন চেয়ারম্যান হিসেবে রামজনম চৌহানের নাম ঘোষণা করেন।

পাঁচ ভোটে জয়ী রংপুর সমবায়ের চেয়াম্যান পদে রামজনম

এ দিকে, সমিতির নির্বাচিত বোর্ড অব ডিরেক্টরদের দীর্ঘ আলোচনার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে অসিত রায় মনোনীত হন।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News