ভারত-বাংলা সীমান্ত গোবিন্দপুরে ত্রাণ বিতরণ রামকৃষ্ণ মিশনের

বরাক তরঙ্গ, ২২ জুন : মানুষের মধ্যে ভগবান বিরাজমান এবং স্বামী বিবেকানন্দ আদর্শকে সামনে রেখে মানুষের সেবায় বিভিন্ন সময় বিভিন্নভাবে দাঁড়িয়েছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে সীমান্ত জেলা। বিশেষ করে ক্ষতি হয়েছে সীমান্ত এলাকায়। আর এই কারনেই মানুষের খুঁজে মানুষের পাশে দাঁড়াতে ভারত বাংলা সীমান্তে ছুটে গেছেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। কাঁটা তারের বাইরে থাকা গোবিন্দপুর গ্রামে শুক্রবার ত্রাণ বিতরণ করা হয়।  গবিন্দপুর গ্রামের বাসিন্দা ৫০ পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী তোলে দেন সম্পাদক প্রভাসানন্দ মহারাজ।

গোবিন্দপুরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা হাত বাড়িয়ে দেন সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৬ নং বাহিনী। উপস্থিত থাকেন সীমান্ত সুরক্ষা বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমাডেন্ট অশ্বিন রাই। শিবজ্ঞানে জীব সেবা, মানুষ্যের সেবা করতে পারলেই মনুষ্য জন্ম সার্থক। খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন স্বামী প্রভাসানন্দ মহারাজ। বলেন, স্বামী বিবেকানন্দ আদর্শ মেনে রামকৃষ্ণ মিশন বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের হয়ে কাজ করে আসছে। বন্যায় সীমান্ত এলাকা ছাড়া বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বন্টন অব্যাহত রয়েছে মিশনের।

Author

Spread the News