গত বিধানসভা নির্বাচনে ভুল সিদ্ধান্ত, সোনাইবাসীর কাছে ক্ষমা চাইলেন রকিবুল

বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : সোনাইয়ে দাঁড়িয়ে গত বিধানসভা নির্বাচনে ভুল সিদ্ধান্তের জন্য সোনাইবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক রকিবুল হোসেন। রবিবার সোনাই ফুটবল মাঠে আয়োজিত দলীয় সভায় ক্ষমা চেয়ে বলেন, বিজেপিকে রুখতে এআইইউডিএফের সঙ্গে সমঝোতা করা হয়েছিল। কিন্ত এই দলের সুপ্রিমো ও বিধায়কদের ভুমিকায় আজ কংগ্রেস লজ্জিত। বজ নির্বাচিত হয়ে সোনাইর বিধায়ক ঐতিহ্যবাহী সোনাই কেন্দ্রের মান সম্মান সব কিছু ধুলিসাৎ করছেন। তিনি সেই দল ও বিধায়ককে উৎখাত করতে সবাই এক হয়ে কাজ করার আহ্বান জানান। 

গত বিধানসভা নির্বাচনে ভুল সিদ্ধান্ত, সোনাইবাসীর কাছে ক্ষমা চাইলেন রকিবুল

সোনাই ব্লক কংগ্রেসের বিশাল জনসভা_____

এ দিন সভায় বিজেপি ও ইউডিএফকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি এএইইউডিএফের কড়া সমালোচনা করে ভূপেন বরা বলেন, এই দুটি দল মুদ্রার এপিঠ ওপিঠ। ধর্মের নামে রাজনীতি করে আসছে এই দু’টি দল। এছাড়া জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন সর্ব ভারতীয় সম্পাদক পৃথ্বীরাজ শাঠে, এপিসিসির দুই কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও জাকির হোসেন সিকদার। জনসভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বড়ভূইয়া। এদিকে জনসভা শুরু হওয়ার আগে জেলা সংখ্যালঘু কংগ্রেসের সভাপতি আনসার হোসেন বড়লস্করের নেতৃত্বে সোনাবাড়িঘাট থেকে বিশাল বাইক র‍্যালি করে দলীয় নেতৃত্বকে নিয়ে মাঠে পৌঁছান।

গত বিধানসভা নির্বাচনে ভুল সিদ্ধান্ত, সোনাইবাসীর কাছে ক্ষমা চাইলেন রকিবুল

এ দিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূপেন বরা প্রশ্নের জবাবে জানান, করিমগঞ্জের আসনে কিং মেকারের ভূমিকায় থাকবেন জনতা। বিধায়ক সিদ্দেক আহমেদ কংগ্রেসের বিরোধিতা করলেও কিছু হবে না। বর্তমানে অচল রয়েছেন সিদ্দেক বলে মন্তব্য করেন তিনি।

Author

Spread the News