সোনাইয়ে এসে মুখ্যমন্ত্রী ও ইউডিএফকে বিঁধলেন রকিবুল
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : সোনাই ব্লক কংগ্রেস কমিটির আয়োজিত কর্মিসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও ইউডিএফকে বিঁধলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা রকিবুল হোসেন। রবিবার বিকেলে সোনাই মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার উপ দলপতি রকিবুল হোসেন বলেন, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে কর্মীদের নিয়ে সভা চলছে। এতে বরাকের দুটি আসন করিমগঞ্জ ও লোকসভা কেন্দ্রে শক্তিশালী প্রার্থী দেওয়া হবে। এবার বিজেপি বিরোধী ভোট দেবেন উপত্যকার জনগণ।
এপিসিসির কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় সিএম ভিজিল্যান্স দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু কংগ্রেস কর্মীরা মুখ্যমন্ত্রীর দুর্নীতি ও পত্নীর জমি কেলেঙ্কারি নিয়ে তোলা আওয়াজ কখনও বন্ধ হবে না।
এদিন সোনাইয়ে কংগ্রেসের কর্মী সভায় অংশ নেন বিধায়ক জাকির হোসেন শিকদার, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা সভাপতি অভিজিৎ পাল, শরীফুজ্জামান লস্কর, যুব কংগ্রেস সভাপতি রনজিৎ দেবনাথ, ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বড়ভূইয়া, জলাল আহমেদ মজুমদার, জাবেদ আক্তার লস্কর, ইজাজ হোসেন লস্কর প্রমুখ।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।