পালংঘাটে উদ্বোধনী ম্যাচে জয়ী রাজঘাট

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : পালংঘাটে শুরু হল গ্রামীন ফুটবল টুর্নামেন্ট। মুনলাইট ক্লাবের ব্যবস্থাপনায় ও ইউটোপিয়া এনজিওর সহযোগিতায় আয়োজিত পীযূষচন্দ্র দাস স্মৃতি গ্রামীণ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ী হল রাজঘাট দল। শুক্রবার পালংঘাট সিসিজেসি স্কুল খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হাতিখাল দল বনাম ভাগাবাজার দল। ম্যাচে ভাগাবাজার দল ৩-০ গোলে হারায় হাতিখাল দলকে। ৩৫ মিনিটে রাজঘাট খেলোয়াড় প্রথম গোল করে দলকে এগিয়ে নেয়। এরপর ৩৯ মিনিটে দ্বিতীয় গোল  ৪৪ মিনিটে তৃতীয় গোল করে। এদিন সেরা খেলোয়াড় পুরস্কার পান রাজঘাট দলের হোসেন আহমেদ। তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলা পরিচালনায় রেফারির দায়িত্বে ছিলেন টিটু লস্কর, কামরুজ্জামান লস্কর ও জাফর বড়ভূইয়া ও সাহিনুর আলম।

উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের গ্রামরক্ষী বাহিনীর উপদেষ্টা অমিয় কান্তি দাশ, শিলচর তপসিলি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিহাররঞ্জন দাস, অল আসাম বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রুপম সাহা, বিজেপি জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ, প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রশান্ত দাস, সমাজসেবী বিনোদ গোয়ালা প্রমুখ। শনিবার মোহনখাল রামমানিকপুর দল খেলবে দিদারখুশ দলের বিরুদ্ধে জানান আয়োজক ক্লাবের সম্পাদক রশিদ আহমেদ।

পালংঘাটে উদ্বোধনী ম্যাচে জয়ী রাজঘাট
পালংঘাটে উদ্বোধনী ম্যাচে জয়ী রাজঘাট

Author

Spread the News