কাবুগঞ্জে জয়ী রাজঘাট এফসি
শামিম বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩০ মে : কাবুগঞ্জ ফুটবল অ্য়াকাডেমি আয়োজিত নাইন-এ সাইড ফুটবল টুর্নামেন্টে ভাগা রাজঘাট এফসি জয়ী হয়। শুক্রবার তারা ২-১ গোলে হারায় বেরাবাক এফসি-কে। খেলার ১১ মিনিটে বেরাবাকের রামসাং গোল করেন। দ্বিতীয় গোল করেন হোসেন আহমদ ৪৬ মিনিটে।
অপরদিকে, বেরাবাক এফসির হয়ে একমাত্র গোলটি করেন ইমরান। এদিন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান রামসাং। ম্যাচ পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, শামিম আহমেদ বড়ভূইয়া ও জাফর বড়ভূইয়া।
আগামীকাল কালাখাল এফসির মুখোমুখি হবে জুপিটার ক্লাব ঝুলনফুল।
