গুয়াহাটিতে কৃত্রিম বন্যার জটিল পরিস্থিতি
বরাক তরঙ্গ, ৩০ মে : গুয়াহাটি মহানগরে জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে কৃত্রিম বন্যায়। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিপাত গুয়াহাটি মহানগরের কৃত্রিম বন্যার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মহানগরের বিভিন্ন অঞ্চলে উদ্ধার কাজে নেমে পড়েছে এসডিআরএফ বাহিনী। এমন প্রতিকূল সময়ে, ভারতীয় আবহাওয়া দপ্তর অবিরত সতর্কতা জারি করে চলেছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপের কারণে অসমের কিছু অংশে আগামী ২-৩ দিনে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গুয়াহাটিসহ অসমের উপরের এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলি আক্রান্ত হতে পারে। অসম রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) সকলকে সতর্কতা অবলম্বন করতে, সসেতন থাকতে এবং সরকারের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আসামে আগামী সাত দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে সাত দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসমে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে। মৌসুমী প্রভাবের কারণে দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের আশা করা হচ্ছে।
