ভারত বিকাশ পরিষদের রবীন্দ্রজয়ন্তী উদযাপন

বরাক তরঙ্গ, ৩০ মে : বিভিন্ন কার্যক্রমের মধ‍্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান পালন করল ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখা। দ্বিতীয় পর্যায়ে লিঙ্ক রোড ৭ নং গলিতে পরিষদের সহ সভাপতি অধ‍্যাপক দেবতোষ চক্রবর্তীর বাড়িতে সদস‍্য ও সদস‍্যারা মিলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। প্রথমে সংস্থার সবাই মিলে রবীন্দ্রনাথের প্রতিচ্ছবিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। 

শুক্রবার সংস্থার সদস‍‍্য আসাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ‍্যাপক ড. বরুনজ‍্যোতি চৌধুরী রবীন্দ্রনাথ সম্পর্কে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে পরিষদের সদস‍্য ও সদস‍্যারা গান ও আবৃত্তি পরিবেশনের মাধ‍্যমে অনুষ্ঠানকে সার্থক করে তুলেন। সবশেষে ধন‍্যবাদ জ্ঞাপন করেন পরিষদের সভাপতি ড. কিংশুক অধিকারী। অনুষ্ঠানকে সার্থক করে তুলার জন‍্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিনের অনুষ্ঠানে অন‍্যান‍্য যেসব সদস‍্য সদস‍্যারা উপস্থিত ছিলেন তারা হলেন ড. দেবতোষ চক্রবর্তী, শঙ্কর সরকার, বিশ্বরাজ চক্রবর্তী, ড. দর্শণা পাটোয়া, ড. বিশ্বরঞ্জন রায়, সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী, ড. রঞ্জনা ধর, ড. রজত শর্মা আচার্য, ঝুমুর চক্রবর্তী, ড. মৌমিতা নাথ, ড .রতন কুমার, শিশু শিল্পী দেবাঁক চক্রবর্তী,অপর্ণা সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. অমিত কুমার দাস।

ভারত বিকাশ পরিষদের রবীন্দ্রজয়ন্তী উদযাপন

Author

Spread the News