ডলুর চা শ্রমিক ঘর ছাড়ার জন্য দায়ী রাজদীপ : কংগ্রেস

ডলুর চা শ্রমিক ঘর ছাড়ার জন্য দায়ী রাজদীপ : কংগ্রেস

বরাক তরঙ্গ, ৭ মে : ডলুর চা শ্রমিক ঘর ছাড়ার জন্য দায়ী করল সাংসদ রাজদীপ রায়কে শিলচর জেলা কংগ্রেস। মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ তুলেন জেলা সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, আদালত ডলু গ্রিন ফ্লিড এয়ারপোর্ট নিয়ে রায়দান দিয়েছে এতে দেখা যায় কোন পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছাড়াই কেটে ফেলা হল লক্ষ লক্ষ চা গাছের চারা। তা হলে কি ভাবে সাংসদ রাজদীপ রায় ডাক ঢোল বাজিয়ে ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানো হবে বলেছিলেন এখন আদালতের রায়দানে ডাবল ইঞ্জিনের সরকারের আসল রহস্য বেরিয়ে আসল বলে উল্লেখ করেন তিনি।

জেলা সভাপতি বলেন, কার স্বার্থে ডলু ময়নাগর লালবাগ চা বাগানে ৪২ লক্ষ চারা গাছ কয়েক শো এক্সকেবেটর লাগিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি এও বলেন, সাংসদ রাজদীপ রায়ের কারণে বহু চা শ্রমিক ঘর ছাড়া হয়েছেন। সেজন্য সাংসদ হাতজোড় করে ক্ষমা চাইতে হবে বলেন তিনি।

অভিজিতবাবু সরকারের কাছে দাবি জানান, পুনরায় সেখানে ৪২ লক্ষ চারা গাছ লাগানো, উচ্ছেদ হওয়া চা শ্রমিকদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার। এ দিন সাংবাদিক বৈঠকে ছিলেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর ও প্রার্থী সূর্যকান্ত সরকার।

Author

Spread the News