মারকুলিন ও জিরিবাম আশ্রয় শিবিরের শরণার্থীদের খোঁজ নিলেন রাহুল

বরাক তরঙ্গ, ৮ জুলাই : মণিপুরে জাতিদাঙ্গার ফলে কাছাড়ের ফুলেরতল মারকুলিন ক্যমুনিটি হলে আশ্রয় নেওয়া শরণার্থীদের সঙ্গে কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। সোমবার সকালে মারকুলিন আশ্রয় শিবিরের খোঁজ নিয়ে মণিপুরের জিরিবাম জেলার জিরিবাম হায়ার সেকেন্ডারি স্কুলে নেওয়া আশ্রয় শিবিরে পৌঁছেন। সেখানেও শরণার্থীদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী।

মারকুলিন ও জিরিবাম আশ্রয় শিবিরের শরণার্থীদের খোঁজ নিলেন রাহুল

এ দিন সকাল ৯-২০ মিনিটে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে রাহুল গান্ধী অবতরণ করেন। তাঁর সফরকে ঘিরে দলীয় কর্মী ও সমর্থকরা ভিড় জমান বিমানবন্দরে। তাঁরা রাহুল গান্ধীকে স্বাগত জানিয়ে সংবর্ধনা প্রদান করেন। এরপর কাছাড়ের ফুলেরতলের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখান থেকে ফিরে বিশেষ বিমানে মণিপুর পৌঁছবেন তিনি।

Author

Spread the News