সোমবার ফুলেরতলে আসছেন রাহুল গান্ধী

বরাক তরঙ্গ, ৭ জুলাই : মণিপুরের জাতিদাঙ্গার ফলে কাছাড়ের ফুলেরতল আশ্রয় শিবিরে থাকা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলতে আসছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। সোমবারই আসছেন আমেথির সাংসদ রাহুল গান্ধী। রবিবার শিলচরে উপস্থিত হয়ে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল সোমবার বরাকে উপস্থিত হবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছে প্রথমে ফুলেরতল আশ্রয় শিবিরের শরণার্থীদের সঙ্গে দেখা করে জিরিবাম চলে যাবেন। তারপর সড়ক পথে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে বিশেষ বিমানে ইম্ফলের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

এ দিন ভূপেন বরা বিজেপির সমালোচনা করে বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন শালচাপড়া টুকুরগ্রামের বাঁধের উপর সেতু তৈরী করা হবে কিন্তু তা আজ পর্যন্ত হল না। সেতু হলে আজ এই অঞ্চলের জনগণ উপকৃত হতেন।

Author

Spread the News