বটদ্রবায় ঢুকতে বাধা, ধরনায় রাহুল গান্ধী

২২ জানুয়ারি : অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে আবহেই অসমে মন্দিরের সামনে ধরনায় বসলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রায় এই মুহূর্তে অসমে রয়েছেন তিনি। সেখানে বটদ্রবা থানে ঢুকতে গেলে রাহুলকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে বটদ্রবা থানের বাইরেই ধরনায় বসেন রাহুল। তাঁর সঙ্গে ধরনায় বসেন কংগ্রেসের নেতা-সমর্থক, কর্মী থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় শামিল সকলেই। সোমবার অসমের নগাঁওয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছয়। সেখানে বটদ্রবা থানে যাওয়ার কথা ছিল রাহুলের, যা সন্ত শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান হিসেবেও পরিচিত। কিন্তু আগে থেকে সব ঠিক থাকলেও, বটদ্রবা থানে রাহুলকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই নিয়ে পুলিশের সঙ্গে বচসাও শুরু হয়।

রাহুল প্রশ্ন তোলেন, “আমরা মন্দিরে ঢুকতে চাই। আমি কী অপরাধ করেছি যে মন্দিরে ঢুকতে পারব না? আমরা কোনও সমস্যা তৈরি করতে চাই না। শুধু মন্দিরে গিয়ে পুজো দিতে চাই। রাহুলের প্রশ্ন, “আজ কি শুধু একজনই মন্দিরে ঢুকতে পারবেন?” সরাসরি নাম নিলেও, রাহুলের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Author

Spread the News