বড়খলাকাণ্ড : রইস উদ্দিন গ্রেফতার

নদীতে অল্টো দুর্ঘটনা নয়, অভিযোগ____

বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : বড়খলার রায়পুরে বরাক নদীতে গাড়ি গড়িয়ে পড়ে দুই আরোহী হেলি বেগম বড়ভূইয়া (২১) ও তার ১৩ মাস বয়সী শিশু কন্যা জন্নত বেগমের মৃত্যুর ঘটনায় পুলিশ গ্রেফতার করল রইস উদ্দিন বড়ভূইয়া (২৮)কে। শুক্রবার হেলি বেগমের স্বামী রইস উদ্দিনকে পুলিশ গ্রেফতার করে।

মঙ্গলবার রাতে ঘটনার পর নদীতে গড়িয়ে পড়া অল্টোকারের চালকের আসনে থাকা রইস উদ্দিনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছিল মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার মেডিকেল থেকে তাকে রিলিজ করা হয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। এসবের মাঝে হেলি বেগমের পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা হয় এজাহার। এর ভিত্তিতে এক মামলা নথিভুক্ত করে পুলিশ গ্রেফতার করে রইস উদ্দিনকে।

হেলি বেগমের বাবার বাড়ির লোকেরা জানিয়েছেন, মঙ্গলবার ঘটনার দিন রাতে রইস উদ্দিন তাদের বাড়িতে গিয়েছিলেন। পত্নী হেলি বেগম ও শিশুকন্যার জন্নতকে নিয়ে যাওয়ার পর রাত আটটা নাগাদ তড়িঘড়ি করে বেরিয়ে যান। হেলি বেগমের বাবার বাড়ির লোকেরা জানিয়েছেন, রইস উদ্দিন ঘটনার পরবর্তীতে যে বর্ণনা দিয়েছেন এ থেকেই তারা সন্দেহতুর হয়ে উঠেছেন। তাদের সন্দেহ ঘটনাটা নিছকই দুর্ঘটনা নয়, এর পিছনে লুকিয়ে থাকতে পারে অন্য কোনও রহস্য।

বড়খলাকাণ্ড : রইস উদ্দিন গ্রেফতার

Author

Spread the News