বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির ফের সভাপতি রাধিকারঞ্জন, সম্পাদক গৌতম

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় অধিবেশন শুরু হল করিমগঞ্জে। বৃহস্পতিবার বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় তিনদিনব্যাপী ৩০তম দ্বিবার্ষিক অধিবেশন। এ দিন শোভাযাত্রা শেষে বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে ৪২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী দু’বছরের জন্য নতুন কেন্দ্রীয় সমিতি গঠন করা হয়। সভায় সভাপতি ও সম্পাদক হিসেবে বহাল রয়েছেন রাধিকারঞ্জন চক্রবর্তী ও গৌতম প্রসাদ দত্ত।

সমিতির সহসভাপতি হিসেবে ইমাদ উদ্দিন বুলবুল, সুবীর রায় চৌধুরী ও মানিক চক্রবর্তীকে মনোনীত করা হয়। সহসাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বজরুল রহমান খান, নিজাম উদ্দিন লস্কর এবং মিলন উদ্দিন লস্কর। কোষাধ্যক্ষ পদে বহাল রাখা হয়েছে আশিস চৌধুরীকে।

এ ছাড়া কার্যালয় সম্পাদক হিসেবে পরিতোষ দে, সাহিত্য সম্পাদক পদে দীপক সেনগুপ্ত এবং সংস্কৃতি সম্পাদক হিসেবে পিনাকপানি ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচন আধিকারিক হিসেবে ছিলেন নীতিশ ভট্টাচার্য এবং সহযোগী হিসেবে ছিলেন তৈমুর রাজা চৌধুরী। এ দিনের সভার শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন গৌতমপ্রসাদ দত্ত।

Author

Spread the News