বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে রবীন্দ্রনাথের লেখনী ও জীবনী চর্চার আহ্বান

বরাক তরঙ্গ, ৮ মে : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পালন করে ছাত্র সংগঠন এআইডিএসও এবং যুব সংগঠন এআইডিওয়াইও। বুধবার সকাল ৮ টায় সংগঠনগুলোর পক্ষ থেকে একটি মিছিল উকিলপট্টি থেকে বের হয়ে তারাপুরস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে পৌঁছায়। সেখানে এআইডিওয়াইও’র জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ, জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা, এআইডিএসও’র জেলা কমিটির কোষাধ্যক্ষ ও রাজ্য কমিটির সদস্য পল্লব ভট্টাচার্য সহ উভয় সংগঠনের কর্মীরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে ছোট দুধপাতিল, আশ্রমরোড, তারাপুর, ধোয়ারবন্দ সহ বিভিন্ন স্থানে বিশ্বকবির ফটো বসিয়ে মাল্যদান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা কার্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করা হয়। এআইডিওয়াইও’র জেলা সম্পাদক বিজিতকুমার সিনহা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন শুধু নাচ, গানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। রবীন্দ্রনাথ সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই তার লেখনীর মাধ্যমে করে গেছেন তা নব প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আজ খুব জরুরি। রবীন্দ্রনাথ ইতালি, জার্মানির ফ্যাসীবাদ এবং জাপানের উগ্র জাতীয়তাবাদের তীব্র বিরোধী ছিলেন।

বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে রবীন্দ্রনাথের লেখনী ও জীবনী চর্চার আহ্বান

তিনি রাজনীতিবিদ ছিলেন না কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচারের বিরুদ্ধে চুপ থাকেননি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। বিজিত কুমার সিনহা বলেন আজ দেশে যে ভাবে সাম্প্রদায়িক রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে এবং ফ্যাসীবাদ কায়েম করার প্রচেষ্টা চলছে সেখানে রবীন্দ্রনাথের সঠিক চর্চা খুব জরুরি। তিনি সবাইকে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে রবীন্দ্রনাথের লেখনী ও জীবনী চর্চা করতে আহ্বান জানান।

Author

Spread the News